স্বাস্থ্য ও পরিবেশ
১। নখ, ছোট ও পরিষ্কার রাখতে হবে। শিক্ষার্থীদের অবশ্যই পরিপাটি রূপে চুল আঁচড়িয়ে আসতে হবে।
২। শ্রেণি কক্ষে, করিডোরে ও ফুলের আঙ্গিনায় ছেড়া কাগজ, ফলের খোসা, থুখু ইত্যাদি ফেলা এবং দেওয়ালে লিখা নিষেধ। বিশেষ প্রয়োজনে শিক্ষকের নির্দেশে শ্রেণিকক্ষে পরিষ্কার পরিছন্নতা কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে।
৩। ছোঁয়াছে রোগে আক্রান্ত ছাত্রীদের রোগ নিরাময় না হওয়া পর্যন্ত স্কুলে আসা নিষেধ। এরূপ পরিস্থিতিতে শ্রেণি শিক্ষকের মাধ্যমে প্রধান শিক্ষকের নিকট ছুটির আবেদন করতে হবে।
নোটিশ বোর্ড
সভাপতি
হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী
ফোন 01819869104
ইমেইল chairman@bkbkrghs.edu.bd
প্রধান শিক্ষক
অলক কান্তি সেন
ফোন 01827281344
ইমেইল principal@bkbkrghs.edu.bd