* প্রতি বছর জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে পাঠদান কার্যক্রম আরম্ভ হবে* প্রতি মাসের ১০ তারিখের মধ্যে স্কুল বেতন পরিশোধ করে রশিদ সংগ্র করতে হবে

 

* প্রত্যেক শিক্ষার্থীকে বিদ্যালয়ের নির্ধারিত পোষাক পরিধান করে বিদ্যালয়েআসতে হবে

 

* শ্রেণি কার্যক্রম আরম্ভের ১৫ মিনিট পূর্বে প্রত্যাহিক সমাবেশে অংশগ্রহণ

 

প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলকএতে শিক্ষকগণ উপস্থিত থাকবেন * প্রত্যেক পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক অন্যথায় পরীক্ষার ফিস এবং প্রতি বিষয়ের জন্য ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি ১০০ টাকা, ৮ম, ৯ম ও ১০ শ্রেণি ১৫০টাকা হারে জরিমানা দিতে হবে

 

* বিদ্যালয়ের উপস্থিতি এবং সহ পাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হবে এবং তা চূড়ান্ত ফলাফলের সাথে যুক্ত হবে

 

* পাঠদান প্রক্রিয়া ও সহ পাঠক্রমিক কার্যাবলীর মান উন্নয়নের সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবেএতে শিক্ষানুরাগী, অভিভাবক ও শুভানুধ্যায়ী সকলের মতামত গুরুত্ব সহকারে বিবেচনায় রাখা হবেতবে বিদ্যালয়ের উন্নতিকল্পে সব বিষয়ে পরিচালনা কমিটির ও প্রধান শিক্ষকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে

 

* বিনা অনুমতিতে বিদ্যালয় ত্যাগ করা চলবে নাআকস্মিক ছুটির প্রয়োজনে শিক্ষক/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হবে

 

* বিদ্যালয়ে সংশ্লিষ্ট যে কোন সমস্যার ব্যাপারে সরাসরি প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে এছাড়া অন্যান্য বিষয়ে সময় সময় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে

 

* শ্রেণিকক্ষ ও বিদ্যালয় আঙ্গিনায় আঞ্চলিক ভাষা ব্যবহার বর্জনীয় * পূর্ব অনুমোদন ছাড়া ছুটি ভোগ নিষেধ

 

* স্কুল ডায়েরী শ্রেণি কর্মে অবশ্যই ব্যবহার করতে হবে এবং শ্রেণি শিক্ষক

 

প্রতিদিন তা অবশ্যই তদারকী করবেন* টুল-টেবিল ও দেয়ালে আঁকা বা লিখা কঠোরভাবে নিষিদ্ধ

 

* যদি কোন শিক্ষার্থী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকে, তবে দৈনিক ৬ষ্ঠ ৭ম শ্রেণি ১০ টাকা, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণি ১৫ টাকা হারে জরিমানা দিতেহবে এবং কোন শিক্ষার্থী স্কুল থেকে পালালে প্রতিদিন দশ টাকা হিসেবে জরিমানা দিতে হবে

সভাপতি

হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী

ফোন 01819869104

ইমেইল chairman@bkbkrghs.edu.bd

প্রধান শিক্ষক

অলক কান্তি সেন

ফোন 01827281344

ইমেইল principal@bkbkrghs.edu.bd